কবিতা এর খবর

পাপড়িগুলো স্পর্শ করেও দেখিনি

পাপড়িগুলো স্পর্শ করেও দেখিনি

ফিরে আসুক মর্ম জুড়ে সকল অবর্তমান

ফিরে আসুক মর্ম জুড়ে সকল অবর্তমান

নাভিকণ্টক জুড়ে রোডোডেনড্রন

নাভিকণ্টক জুড়ে রোডোডেনড্রন

সুদূরতার ঠিকানা জানি না; কিন্তু শহরে ট্রেন আসে

সুদূরতার ঠিকানা জানি না; কিন্তু শহরে ট্রেন আসে

কোনো মুগ্ধতা, বিস্ময়, বিরাগের কাছাকাছি নেই বলে

কোনো মুগ্ধতা, বিস্ময়, বিরাগের কাছাকাছি নেই বলে

তাবুগুলি উড়ে যাচ্ছে অয়নান্তের ওই পাড়ে

তাবুগুলি উড়ে যাচ্ছে অয়নান্তের ওই পাড়ে

তোমাকে কি একটু চাইতে পারি?

তোমাকে কি একটু চাইতে পারি?

আমার জীবন লিখে রেখে যাব তোমার জন্মদাগে

আমার জীবন লিখে রেখে যাব তোমার জন্মদাগে

চাঁদ ও নারীর সেই চিরপ্রতীকতা

চাঁদ ও নারীর সেই চিরপ্রতীকতা

কুহু কুহু ডাকি, সেও মুহুর্মুহুঃ শোনে

কুহু কুহু ডাকি, সেও মুহুর্মুহুঃ শোনে

মানুষের মন যেন সেলাই মেশিন

মানুষের মন যেন সেলাই মেশিন

কুচিকুচি করেই কেটে ফ্যালো স্মৃতিগুলো

কুচিকুচি করেই কেটে ফ্যালো স্মৃতিগুলো

কুকুরদের সামগান

কুকুরদের সামগান

অন্তর্গত কুসুম

অন্তর্গত কুসুম

কিম্বা চুপচাপ উঠে যাব ছাদে

কিম্বা চুপচাপ উঠে যাব ছাদে

খুব ধীরে খুব নির্মম নিষ্ঠায় চিরে চিরে যাও

খুব ধীরে খুব নির্মম নিষ্ঠায় চিরে চিরে যাও

গুড নাইট কবিতা, ফালতু কবি, গুড নাইট

গুড নাইট কবিতা, ফালতু কবি, গুড নাইট

ব্যজস্তুতি রেখে বিকেল নিয়ে বসি

ব্যজস্তুতি রেখে বিকেল নিয়ে বসি

ব্যর্থতার কবিতা

ব্যর্থতার কবিতা

আমি কি মানুষ হতে পারি?

আমি কি মানুষ হতে পারি?