বিটিআরসি’র নিয়ম ভাঙায় বাংলাফোনের লাইসেন্স বাতিল

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 03:37:18

ঢাকা: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলাফোনের লাইসেন্স বাতিল করা হয়েছে। নিয়ম ভঙ্গ করে ব্যবসা করায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি এই সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি যাতে আর ইন্টারনেট ব্যবসা করতে না পারে সে ব্যাপারে সতর্কতাও অবলম্বন করছে নিয়ন্ত্রক সংস্থা।

বিটিআরসি সূত্রে জানা গেছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। লাইসেন্স হারানোর আগে বাংলাফোন ১৪ বছর ধরে ইন্টারনেট ব্যবসায় যুক্ত ছিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়ম না মেনে ব্যবসা করার অভিযোগ ছিল বেশ কয়েক বছর ধরেই।

এনটিটিএন (নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) লাইসেন্স না থাকা সত্বেও তারা কিভাবে অন্য কোম্পানিকে নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবা দিয়ে আসছিল। কারণ এনটিটিএন কোম্পানিসমূহ সরকারকে এককালীন তিন কোটি এবং প্রতি বছর নবায়নের জন্য ২৫ লাখ টাকা দিয়ে লাইসেন্স নেয়। ২০০৯ সালে টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার দুটি প্রতিষ্ঠানকে এই লাইসেন্স দিয়েছিল। তবে বাংলাফোন এই লাইসেন্স নেয়নি।

এ সম্পর্কিত আরও খবর