চীনা সমর্থিত এক লাখ ৭০ হাজার অ্যাকাউন্ট বাতিল করেছে টুইটার

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 05:46:39

করোনাভাইরাস নিয়ে চীনকে সমর্থন করে এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে এক লাখ ৭০ হাজার অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে টুইটার।

টুইটার কর্তৃপক্ষ জানায়, বাতিল করে দেওয়া বেশকিছু অ্যাকাউন্ট থেকে করোনাভাইরাস মহামারি সংক্রান্ত পোস্ট করা হয়েছে৷

এরমধ্যে ২৩ হাজার ৭৫০টি অত্যন্ত সক্রিয় অ্যাকাউন্টের নেটওয়ার্ক এবং এদেরকে সাহায্য করতে আরও ১৫ হাজার ‘অ্যামপ্লিফায়ার অ্যাকাউন্ট’ ছিল।

এদিকে রাশিয়া ভিত্তিক বেশকিছু গুজব ছড়ানো অ্যাকাউন্ট শনাক্ত করে এক হাজার অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।

টুইটার জানায়, চীন ভিত্তিক যে নেটওয়ার্কটি কাজ করছে গণপ্রজাতন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির (পিআরসি) সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গেছে। এই নেটওয়ার্কটি গত বছর ধরে সক্রিয় রয়েছে এবং এর আগেও এমন কাজ করেছে তারা।

মার্কিন-ভিত্তিক মেসেজিং প্ল্যাটফর্ম টুইটার জানায়, পিআরসি থেকে অতীতের সমন্বিত তথ্যগুলো পুনরায় খতিয়ে দেখা হবে। যদিও ২৩ হাজার ৭৫০ টি অ্যাকাউন্টের প্রতি মূল ফোকাস ছিল, কিন্তু অনুসন্ধানে দেখা যায় দেড় লাখ অ্যাকাউন্ট থেকে অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য পোস্টে বুস্টিং করা হয়েছে।

এদিকে এমন কর্মকাণ্ডের তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। ভুল এবং প্রোপাগান্ডামূলক তথ্য কেন ও কোথা থেকে আসছে সেটি বের করতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর