জুম ভিডিও কলে ফাঁসির রায় কার্যকর

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 06:56:27

সিঙ্গাপুরে মাদকদ্রব্য মামলায় অভিযুক্ত ব্যক্তিকে জুম ভিডিওকলের মাধ্যমে ফাঁসির রায় শোনানো হয়েছে।দেশটিতে এই প্রথম ভার্চুয়ালি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন চলাকালীন সময়ে ভার্চুয়ালি এই রায় কার্যকর করা হয়েছে।

অভিযুক্ত মালয়েশিয়ার নাগরিক পুনিথান গেনসান (৩৭) ২০১১ সালে মাদকদ্রব্য চালানে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুর আদলতে অনলাইনে তার বিরুদ্ধে সকল প্রমাণাদি পেশ করা হলে বিচারক তার ফাঁসির রায় দেন।

সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, এই মামলার বিচার কাজের সঙ্গে যুক্ত সবার নিরাপত্তার কথা চিন্তা করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রায় শোনানো হয়েছে। সিঙ্গাপুরের ইতিহাসে এটি প্রথম ভার্চুয়ালি রায় যেখানে দোষীর শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

গেনসানের উকিল পিটার ফের্নান্দো জানান, তার মক্কেলকে জুম কলের মাধ্যমে মামলার রায় শোনানো হয়েছে।

এদিকে মানবাধিকার সংস্থাগুলো জুম ব্যবহার করে রায় শোনানোর প্রক্রিয়া নিয়ে তুমুল সমালোচনা করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ এশিয়া ভিশনের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, 'সিঙ্গাপুরের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এটা খুবই নিষ্ঠুর ও অমানবিক এবং জুম ব্যবহার করে ভার্চুয়াল মৃত্যুদণ্ড রায় দেওয়া এটা আরও বেশি অমানবিক।'

সম্প্রতি নাইজেরিয়ার এক আদালতেও জুম ভিডিও কল ব্যবহার করে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর