ডিজনি ছেড়ে টিকটকে কেভিন মেয়ার

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 17:18:18

অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসের হেড অব স্ট্রিমিংয়ের পদ ছেড়ে সোশ্যাল মিডিয়া সাইট টিকটকের নির্বাহী প্রধান হিসেবে যোগ দিয়েছেন কেভিন মেয়ার।

আগামী ১ ই জুন থেকে টিকটকে যোগ দেবেন কেভিন মেয়ার। তিনি টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি টিকটকের মুল কোম্পানি বাইটড্যান্সের চিফ অপারেটিং অফিসারের দায়িত্বও পালন করবেন। এছাড়া বাইটড্যান্সের বৈশ্বিক ব্যবসার উন্নয়ন, গেমিং ও মিউজিক নিয়ে কাজ করবেন তিনি।

তিনিই টিকটকের প্রথম নির্বাহী প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংক্ষিপ্ত ভিডিও তৈরির জন্য বিশ্বব্যাপী একটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে টিকটিক। যুক্তরাষ্ট্রে চালু হওয়ার পর থেকেই উল্লেখযোগ্য ভাবে জনপ্রিয়তা লাভ করেছে অ্যাপটি।

কেভিন বলেন, 'বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলেই বাইটড্যান্সের আওতাধীন টিকটক অতি অল্প সময়েই মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। আর এমন একটি প্রতিষ্ঠানের পরবর্তী দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি উৎসাহিত।'

২০১৭ সালে বিশ্বব্যাপী টিকটিক লঞ্চিং হওয়ার পর থেকে আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ২০০ কোটি বার ডাউনলোড করা হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে মিউজিকের সঙ্গে ১৫ সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিও ধারণা করা যায়।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর