করোনাকালে প্রথমবার হতে যাচ্ছে অ্যাপলের ভার্চুয়াল ইভেন্ট

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 07:44:17

প্রতিবারের মতো এবছরও অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স শুরু হতে যাচ্ছে। তবে করোনাভাইরাস বিপর্যয়ে পুরো ইভেন্টটি অনলাইনে হবে।

অ্যাপল কর্তৃপক্ষ জানায়, অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনটি শুরু হবে ২২ জুন। যা সরাসরি অ্যাপল ডেভেলপার অ্যাপস এবং ওয়েবসাইটে সম্প্রচার করা হবে। এই ইভেন্টে নতুন আইওএস, টিভি, ঘড়ি, প্যাড এবং ম্যাকওএস প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়া হবে।

অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার জানান,ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি২০) অ্যাপলের অন্যতম সবচেয়ে বড় ইভেন্ট হবে। এই ইভেন্টে তাদের বিশ্বব্যাপী ডেভেলপার কমিউনিটির ২৩ লাখ ডেভেলপার অংশগ্রহণ করবে।

তিনি জানান, এই ইভেন্টের মধ্য দিয়ে ডেভেলপারদের কাছে অ্যাপলের তৈরি নতুন ফিচার এবং টুলগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। যা থেকে তারা অনুপ্রাণিত হবে এবং এর উন্নয়নে কাজ করবে।

ডব্লিউডব্লিউডিসি প্ল্যাটফর্মে ডেভেলপারস শিক্ষার্থীরা তাদের কোডিং দক্ষতা, নতুন নতুন আবিষ্কার প্রদর্শনের সুযোগ পায়।

অ্যাপল জানায়, শিক্ষার্থীরা হচ্ছে ডেভেলপার কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ অংশ। গতবছর বিশ্বের ৩৭ টি দেশ থেকে ৩৫০ জন শিক্ষার্থী এই কনফারেন্সে অংশ নিয়েছে।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর