যেকোনো টিভিকেই স্মার্টটিভি করা যাবে

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 07:44:19

চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা শাওমি তাদের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন এমআই ১০ করতে যাচ্ছে। কিন্তু এবারে শুধু স্মার্টফোন নয় আইওটি বা ইন্টারনেট অব থিংসের একাধিক নতুন প্রোডাক্ট বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক টুইট বার্তায় ভারতে নিযুক্ত শাওমি প্রধান মনু কুমার জৈন নতুন প্রোডাক্ট সম্পর্কে একটি মজার টিজার শেয়ার করেছেন। টুইট পোস্টে তিনি লেখেন, এখন সময় হচ্ছে ফিচার টিভিকে স্মার্টটিভিতে রূপান্তর করার।

শাওমি জানায়, তাদের তৈরি নতুন প্রোডাক্ট 'এমআই বক্স এয়া' ব্যবহার করে যে কোনো টিভিকে স্মার্টটিভিতে রূপান্তর করা যাবে। যা ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা লাভ করেছে। যা দিয়ে খুব সহজেই যে কোন টিভিকে অ্যানড্রয়েড টিভি বানিয়ে ফেলা সম্ভব।

সম্প্রতি চীনের বাজারে ১/৪ জিবি স্টোরেজে 'এমআই বক্স ৪ এসই' লঞ্চ করা হয়েছে। এছাড়াও বাজারে এমআই বক্স ৪ এবং মিক্স বক্স এস রয়েছে।

সূত্র: জিসমোচীনা

এ সম্পর্কিত আরও খবর