মাস্ক পরা অবস্থায় যেভাবে আইফোন ফেস আনলক করবেন

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 16:47:06

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এর ফলে কিছুটা বিড়ম্বনায় পড়েছেন আইফোনে ফেস আইডি ইউজাররা। তাই মাস্ক পরা অবস্থায় ফেস আইডি আনলক করার উপায় বাতলে দিয়েছে একটি প্রযুক্তি ফার্ম।

টেনসেন্ট সিকিউরিটি উয়ানহু ল্যাবের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক পরে থাকা অবস্থাতেই আইফোনের ফেস আইডি আনলক করা যাবে।

মাস্ক পরা অবস্থায় ফেস আনলক করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন:

প্রথমে ফেস আইডি ফাংশনটি রিসেট করুন। সেটিংস > ফেস আইডি এবং পাসকোড > রিসেট ফেস আইডি

একটি ফেস মাস্ক নিন এবং ভাঁজ করে অর্ধেক করুন। এবার মাস্কটি মুখের সামনে ধরুন যেন আপনার মুখের অর্ধেক অংশ ঢেকে যায়।

এবার ফেস আইডি সেট করুন। সেটিংস > ফেস আইডি & পাসকোড > সেট আপ ফেস আইডি

এবার ফোনের নির্দেশনা অনুসরণ করে অর্ধেক মাস্ক পরা অবস্থায় আইফোনের ফেস আইডি সেট করুন।

এবার মাস্ক পরা ছাড়া ফোনটি আনলক করুন।

সর্বশেষ, মাস্ক পরা অবস্থায় আইফোনের ফেস আইডি আনলক করুন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও খবর