লকডাউনে প্রফুল্ল থাকতে হোয়াটসঅ্যাপের নতুন স্টিকার

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:42:50

করোনার বিস্তার ঠেকাতে লকডাউন কার্যকর করতে মানুষকে ঘরের থাকার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই মানুষকে ঘরে থাকতে উৎসাহিত করতে চ্যাটিংয়ে বাড়তি আনন্দ দিতে 'টুগেদার অ্যাট হোম' (একসাথে ঘরে) নামের স্টিকার প্যাক চালু করেছে হোয়াটসঅ্যাপ।

বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই মিলে যে সংকটময় সময় পার করছে তার প্রতি সংহতি প্রকাশ করতে এই স্টিকার প্যাক উন্মুক্ত করা হয়েছে।

নতুন এই স্টিকার প্যাকে ৩০টি ভিন্নধর্মী স্টিকার রয়েছে। যা বিশ্বব্যাপী ১০ টি ভাষায় পাওয়া যাচ্ছে।

প্রকাশিত এসব স্টিকারে সৃজনশীলতার সঙ্গে করোনা থেকে বাঁচার উপায়সমূহ, ঘরে থেকে ব্যায়াম করা, ডাক্তারদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনসহ বিভিন্ন আবগে অনুভূতি প্রকাশ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায়, 'আমরা আশা করি নতুন স্টিকার প্যাকটি ইউজাররা উপভোগ করবে।'

টুগেদার অ্যাট হোম স্টিকারে প্যাকের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করেছে ফেসবুকের আওতাধীন কোম্পানি হোয়াটসঅ্যাপ।

সূত্র: টেকক্রাঞ্চ

এ সম্পর্কিত আরও খবর