টুইটার প্রধানের বেতন বলে কথা!

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 11:15:37

যদি প্রশ্ন করা হয় জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের প্রধান নির্বাহীর বেতন কত? নিশ্চয়ই আপনার মাথায় আসবে পাঁচ কিংবা ছয় সংখ্যার কোনো বেতন স্কেল। তবে অবাক করার বিষয় হচ্ছে, প্রধান নির্বাহী জ্যাক ডরসি গতবছরে বেতন হিসেবে নিয়েছেন ১.৪০ ডলার যা বাংলাদেশি টাকায় হয় প্রায় ১২০ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) টুইটার কর্তৃপক্ষ এক ব্লগ বিবৃতিতে জানায়, ২০১৯ সালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে ডরসি আয় করেছে ১.৪০ ডলার।

শুধু গত বছরেই নয় এর আগের বছরেও তিনি ১.৪০ ডলার আয় করেছেন। তবে ২০১৭ সালে তিনি শূন্য টাকা বেতনে কাজ করেছেন। অর্থাৎ সেই বছর তিনি এক টাকাও বেতন নেননি।

তবে ডরসি জানান, তার বেতন দ্বিগুণ করা হবে। তিনি আগামী বছর থেকে ২.৮০ ডলার বেতন নেবেন। এর পেছনে অবশ্য একটা মজার যুক্তি দিয়েছেন ডরসি।

ডরসি বলেন, যেহেতু টুইটারের পোস্ট করার জন্য শব্দের সংখ্যা ১৪০ থেকে বাড়িয়ে ২৮০ শব্দ করা হয়েছে তাই তিনি পরের বছর থেকে আগের বেতন থেকে তার দ্বিগুণ পরিমাণ টাকা নেবেন।

ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্যমতে, বর্তমানে প্রায় ৪০০ কোটি ডলারের মালিক ডরসি।

এছাড়া সম্প্রতি করোনা পরিস্থিতি মোকাবিলায় ডরসি তার নিজের তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর