টুইটারে বন্ধ হচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া, টেক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 12:12:29

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিশ্বব্যাপী সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করা হচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

টুইটারের সিইও জ্যাক ডোরসি এক টুইট বার্তায় এমন ঘোষণা দিয়ে লিখেছেন, এ ধরনের (রাজনৈতিক) বার্তাগুলো পৌঁছানো ‘অর্জন করা উচিত, কিনে নেওয়া উচিত নয়’।

যদিও ইন্টারনেট বিজ্ঞাপন বাণিজ্যিক বিজ্ঞাপনদাতাদের জন্য অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং কার্যকর, তবে সেই শক্তি রাজনীতিতে উল্লেখযোগ্য ঝুঁকি নিয়ে আসে বলেও মন্তব্য করেছেন তিনি।

tweeter
টুইটারের লোগো, ছবি: সংগৃহীত


তবে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ।

এদিকে, সামনে ২০২০ সালে আমেরিকায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার টুইটারের এমন নিষেধাজ্ঞার খবর আমেরিকার রাজনৈতিক প্রচারণায় প্রভাব ফেলবে। এরই মধ্যে দেশটির রাজনৈতিক ক্যাম্পগুলো এ নিয়ে বিভক্ত হয়েছে গেছে। টুইটারের এ সিদ্ধান্ত ডেমোক্র্যাটদের কাছে প্রশংসিত হলেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেল এর নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, এ নিষেধাজ্ঞা ট্রাম্প এবং রক্ষণশীলদের চুপ করিয়ে দিতে বামদের আরেকটি প্রচেষ্টা।


 

এ সম্পর্কিত আরও খবর