অ্যাপলের স্টোরে মাইক্রোসফটের পণ্য বিক্রি

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 05:11:08

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এবং মাইক্রোসফটের মধ্যে বাণিজ্য প্রতিযোগিতার খবর নতুন নয়। কিন্তু দুটি প্রতিষ্ঠানই নিজেদের পণ্যের জন্য আলাদা বৈশিষ্ট্য অর্জন করেছে। তবে এবার অ্যাপলের অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে মাইক্রোসফটের পণ্য।

সম্প্রতি অ্যাপলের আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি এবং ম্যাকের গেমপ্যাডে নতুন সফটওয়্যার আপডেটের সুবিধা দিয়েছে মাইক্রোসফট। এরপরেই, অ্যাপলের অনলাইন স্টোরে দেখা মিলছে, মাইক্রোসফটের এক্সবক্স ওয়ারলেস কন্ট্রোলার।

ম্যাকরিউমার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল এবং মাইক্রোসফটের ওয়েবসাইটে বিক্রি হচ্ছে এই কন্ট্রোলার। এখানে প্রতি এক্সবক্স ৫৯ ডলারে বিক্রি করা হচ্ছে। তবে সনির কোনো গেমিং পণ্য বিক্রি করছে না অ্যাপল।

সম্প্রতি বেশকিছু প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট একটি নতুন মিনি এক্সবক্স বাজারে ছাড়বে। যা বিশেষভাবে ‘প্রোজেক্ট এক্সক্লাউডের’ জন্য তৈরি করা হয়েছে। এর বাজার মূল্য ধরা হয়েছে, ৬০ ডলার।

প্রসঙ্গত, এক্সবক্স কন্ট্রোলার হচ্ছে মাইক্রোসফটের গেমিং স্টেশন নিয়ন্ত্রণের জন্য একটি ডিভাইস।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর