শাওমির আসন্ন স্মার্টফোনে ৫০এক্স জুম!

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 16:36:13

স্মার্টফোনে সবার আগেই যে বিষয়টি নজরে পড়ে তা হচ্ছে এর ক্যামেরা। তাই তো প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত স্মার্টফোনের ক্যামেরার উপর বেশি জোর দিচ্ছে।

তারই ধারাবাহিকতায় ৫এক্স অপটিক্যাল জুম সমৃদ্ধ স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। সেই সঙ্গে ধারণা করা হচ্ছে, এতে ৫০ এক্স ডিজিটাল জুমা ফিচার থাকতে পারে। যা বর্তমান স্মার্টফোনের ক্যামেরা ফিচারে একটি বাড়তি মাত্রা যোগ করবে।

স্মার্টফোনের ক্যামেরায় জুম ফিচার নিয়ে হুয়াওয়ের পি-৩০ প্রো এবং অপো রেনো-২ এর সঙ্গে প্রতিযোগিতা করবে শাওমি।

ইতোমধ্যে শাওমির বেশকিছু ডিভাইসে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম এমআইইউআই’র ১১ আপডেট এসেছে। মূলত, এই সিস্টেমের ক্যামেরা অ্যাপের সোর্স কোড থেকে ফিচারটি সম্পর্কে জানা গেছে।

এক্সডিএ ডেভেলপারের প্রতিবেদন অনুযায়ী, এমআইইউআই’র নতুন ক্যামেরা অ্যাপে ‘টেলি ৫ এক্স’ নামে ক্যামেরা জুমের একটি অপশন রয়েছে। এছাড়া ক্যামেরা অ্যাপের সোর্স কোড থেকে ‘৮কে’ রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করার ফিচার থাকতে পারে।

তবে এ স্মার্টফোনের নাম কি হবে এবং কবে বাজারে ছাড়া হবে তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও খবর