৯৫৯৯ টাকায় ‘প্রিমো আরসিক্স’ স্মার্টফোন

মোবাইল ফোন, টেক

সাব্বিন হাসান, আইসিটি এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 17:04:03

দীর্ঘস্থায়ী ব্যাটারি, ডুয়াল ক্যামেরা ও নচ ডিসপ্লের নতুন স্মার্টফোন এনেছে ওয়ালটন। মডেল ‘প্রিমো আরসিক্স’। ক্রিমসন ব্ল্যাক, ডার্ক ব্লু এবং টোয়াইলাইট ব্লু-তিনটি রঙে ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট এবং অনলাইনের ই-প্লাজায় পাওয়া যাচ্ছে। দাম ৯৫৯৯ টাকা।

নতুন এ মডেল প্রসঙ্গে ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, দৃষ্টিনন্দন ডিজাইন ও ফিচারে সাজানো ‘প্রিমো আরসিক্স’ ফোনটি বাজারে আসার আগেই প্রি-অর্ডার নেওয়া হয়। এতে ক্রেতাদের দারুণ সাড়া পাওয়া গেছে।

নতুন এ ফোনটি ৬.১ ইঞ্চির ১৯:৯ রেশিওর ইউ-নচ ডিসপ্লের। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের আইপিএস প্রযুক্তির এ ফোনে আছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস।

কারিগরি বৈশিষ্ট্যে আছে অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ১.৬ গিগাহার্টজ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর, ৩ জিবি ডিডিআরফোর র‌্যাম এবং পাওয়ার ভিআর জিই ৮৩২২ গ্রাফিক্স। এতে অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ইন্টারনাল মেমোরি ৩২ গিগাবাইট। সাপোর্ট করবে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড।

লাইফস্টাইল ফিচারে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচারের বিএসআই ১৩ এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, ৫পি লেন্সের ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেবে ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট।

ছবির জন্য সামনে আছে পিডিএএফ প্রযুক্তির ৪পি লেন্সের ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে নরমাল এবং প্রো মোড ছাড়াও আছে নাইট মোড, ফিল্টার মোড, ফেস কিউট, এইচডিআর, প্যানোরমা, টাইম ল্যাপস, ফেস ডিকেটশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো ফোকাস, টাচ ফোকাস, টাচ শট, ডিসপ্লে ফেসিয়াল ইনফরমেশন, কিউআর কোড ও মিররড সেলফি।

ব্যাকআপ পাওয়ার আছে ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটিতে আছে ওয়াইফাই, ব্লুটুথ ৪.২ ভার্সন, মাইক্রো ইউএসবি ভার্সন ২, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। বিশেষ সব ফিচারে আছে ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, স্টেপ ডিকেক্টর।

দেশে তৈরি এ স্মার্টফোনে আছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে নতুন আরেকটি ফোন দেওয়া হবে। স্মার্টফোনে পুরো এক বছর আর ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা থাকবে। এছাড়া ১০১ দিনের মধ্যে প্রায়োরিটির ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর