আইফোনে-১১ কে হুয়াওয়ের চ্যালেঞ্জ

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 10:26:05

চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট-৩০ সিরিজ উন্মোচন করেছে। সেই সঙ্গে সরাসরি অ্যাপলের নতুন আইফোন-১১ কে চ্যালেঞ্জ করছে হুয়াওয়ে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জার্মানির মিউনিখ শহরে অবমুক্ত করা হয় হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। হুয়াওয়ের মেট-৩০ এবং মেট-৩০ প্রো অ্যাপলের আইফোনের থেকে বেশি শক্তিশালী বলে দাবি করে প্রতিষ্ঠানটি। এর উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা এবং ব্রাইট স্কিন আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে।

হুয়াওয়ের প্রধান বিক্রয় প্রতিনিধি রিচার্ড ইউ অনুষ্ঠানে হুয়াওয়ের ফোন প্রদর্শন করেন। তিনি বলেন, বড় পর্দার ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও ফোনটি হাতে নিতে খুব স্বাচ্ছন্দবোধ করা যায়। নতুন ডিভাইসটিতে হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারি ব্যবহার করা হয়েছে। হুয়াওয়ের মোবাইল সার্ভিস অ্যাপ ইকোসিস্টেমকে প্রোমোট করতে ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে।

মেট ৩০ ফোনের ফিচার সমূহ

ডিভাইসটিতে রয়েছে ৬.৬২ ইঞ্চির বড় পর্দার ডিসপ্লে।

দুটি ভ্যারিয়েন্টে  ৬/১২৮ এবং ৮/১২৮ জিবি র‍্যাম এবং ইন্টারনাল স্টোরেজ থাকবে।

ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে ১৬, ৪০ ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

মেট ৩০ প্রো

হুয়াওয়ে মেট ৩০ প্রো ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ওএলইডি ৮৮ ডিগ্রি কার্ভড ডিসপ্লে।

ডিভাইসটিতে থাকছে কোয়াট ক্যামেরা সেটআপ। এরমধ্যে ৪০, আলট্রা ওইয়াড সেন্সিং লেন্স, সুপার সেন্সিং ওয়াইড এবং ৮ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: নতুন আইফোনের পূর্ণতা-অপূর্ণতা

আরও পড়ুন: কী থাকছে নতুন আইফোনে!

এ সম্পর্কিত আরও খবর