চেহারা পরিবর্তন হলো ফেসবুকের

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 02:24:14

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মোবাইল অ্যাপে কিছু পরিবর্তন এসেছে। নতুন এই পরিবর্তন ফেসবুকের হোম স্ক্রিনে পরিবর্তন লক্ষ্য করা গেছে।

প্রথমত, অ্যাপের বাম পাশে যেখানে কুইক ক্যামেরা ফিচার ছিল তার পরিবর্তে এখন বড় করে ‘ফেসবুক’ লেখাটি আইকন হিসেবে দেখা যাচ্ছে।

দ্বিতীয় পরিবর্তনটি হচ্ছে, হোম স্ক্রিনে উপরের দিকে ডান পাশে ম্যাসেঞ্জার আইকনের পাশে ‘সার্চ’ আপশনটি যুক্ত হয়েছে।

তবে নতুন পরিবর্তনের ফলে নিউজ ফিডের জায়গা ছোট হয়ে গেছে। কারণ উপরের অংশে বিশাল করে ফেসবুক লেখা রয়েছে।

উল্লেখ্য এরকম নিত্যনতুন পরিবর্তন এবং অভিনব ফিচারের মাধ্যমে প্ল্যাটফর্মকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ।

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন ফিচারের মধ্যে রিঅ্যাকশন, মেসেঞ্জারের ডার্ক মুড বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

বিশ্বব্যাপী প্রায় ২৪১ কোটি মানুষ জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে থাকেন।

 

এ সম্পর্কিত আরও খবর