স্যামসাংয়ের স্মার্ট টিভিই কম্পিউটার!

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 22:04:28

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ সম্প্রতি দেশের বাজারে 'আর' সিরিজের স্মার্ট টিভি নিয়ে এসেছে। যার সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হচ্ছে এই সিরিজের টিভিগুলো পার্সোনাল কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে।

নতুন টিভিতে  স্মার্ট ফিচারের পাশাপাশি পিকচার কোয়ালিটিতে ভিন্নতা রয়েছে। এরমধ্যে হাই ডেফিনেশন রেঞ্জের আলট্রা পিক্স প্রযুক্তি এবং আলট্রা হাই ডেফিনেশন (ইউএইচডি) ফোরকে মডেল যুক্ত করা হয়েছে। ফলে ছবি হয়ে উঠবে আরও ঝকঝকে এবং প্রাণবন্ত।

পার্সোনাল কম্পিউটারের মতো গ্রাহকরা সরাসরি টিভি থেকে পাওয়ার পয়েন্ট/ এক্সেল/ ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে শেয়ার করতে পারবে। আর বাড়তি ক্যাবলের ঝামেলা ছাড়াই মিররিং প্রযুক্তির মাধ্যমে স্মার্ট টিভিতে ল্যাপটপের ডিসপ্লে সংযুক্ত করতে পারবে।

এছাড়াও, এতে রয়েছে মিউজিক সিস্টেম, হোম ক্লাউড, লাইভ কাস্ট এবং টু-ওয়ে শেয়ারিং।

স্যামসাং ১৩টি মডেলের আর সিরিজের টিভি উন্মোচন করেছে। এর মধ্যে ৪৩ ইঞ্চি মডেলের টিভির দাম ৫৬,৯০০ টাকা থেকে শুরু। সর্বোচ্চ ৭৫ ইঞ্চি মডেলের টিভির দাম ৪৪৯,৯০০ টাকা। স্যামসাং বাংলাদেশ এ লক্ষ্যে ক্রেতাদের জন্য আকর্ষণীয় কিছু অফার চালু করেছে যা চলবে আগামি ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর