প্লে স্টোরের নতুন ফিচারটি অপছন্দ!

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 21:51:15

সোশ্যাল মিডিয়াসহ বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হয়ে যায়। অন্যসব ফিচারের মত এই ফিচারটি ইউজারদের কাছে জনপ্রিয়তা লাভ করেনি। কারণ প্রায়ই অপ্রত্যাশিত ভিডিও কনটেন্ট চালু হয়, যা সত্যিই বিরক্তিকর।

এক্সডিএ ডেভেলপারসের এক প্রতিবেদনে অনুযায়ী, গুগলের নতুন আপডেটে প্লে স্টোরে যুক্ত ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এই ফিচারটি আগামী মাসে প্লে স্টোরে প্রোমো ভিডিও সেকশনে যুক্ত হবে।

মূলত, প্লে স্টোরে যেসব অ্যাপ রয়েছে তার সঙ্গে যুক্ত সেই ভিডিও দেখে ইউজার অ্যাপটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবে জানায় গুগল কতৃপক্ষ।

তবে অধিকাংশ ইউজাররা মনে করেন, কোনো প্রকার নোটিশ ছাড়াই ভিডিও চালু হওয়া একটু অস্বস্তিকর। কারণ আপনি ভিডিও দেখতে চাইছেন না, কিন্তু আপনাকে বাধ্য করা হচ্ছে।

অন্যদিকে এর ফলে ইউজারদের বাড়তি ডাটা খরচ হয়ে যায় বলে অভিযোগ তোলেন তারা। তাই প্লে স্টোরে স্বয়ংক্রিয় ভিডিও ফিচারটি বন্ধের দাবি জানান।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর