বাংলা ভাষায় ভাইবার

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 23:51:11

ম্যাসেজিং অ্যাপ ভাইবার বাংলা ভাষায় তাদের নতুন ইউজার ইন্টারফেস চালু করেছে।

বাংলায় ইন্টারফেস চালুকে প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ আপডেট বলছে। যার জন্য এখন থেকে দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা বাংলায় খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাইবার কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি তাদের অ্যাপটিকে ব্যবহার বান্ধব করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

যেখানে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এবং সেলিব্রিটিদের জন্য স্থানীয় কমিউনিটি তৈরি করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি দেশি এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো নতুন স্টিকার প্যাক নিয়ে এসেছে।

ভাইবারের সিনিয়র ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট, এপিএসি, রাকুটেন অনুভব নায়ার বলেন, 'বাংলাদেশে দ্রুত অগ্রসরমান চ্যাট অ্যাপ্লিকেশনের মধ্যে ভাইবার অন্যতম। ইতোমধ্যে অ্যাপটি দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সে কারণে এটি প্রান্তিক মানুষের ব্যবহার যেন আরও সহজ হয় তাই বাংলায় আনা হলো।'

ভাইবার সর্বপ্রথম ২০১৬ সালে বাংলায় স্টিকার প্যাক চালু করে। এরপর তারা সুউরা ধুরা, বিশ্ব (ওয়ার্ল্ড কাপ) ক্রিকেট ২০১৯, ভালোবাসা ভালোবাসি ইত্যাদি স্টিকার আনে।

এ সম্পর্কিত আরও খবর