নতুন ডিভাইস নিয়ে পুনরায় বাজারে আসছে এইচটিসি

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 12:29:19

দীর্ঘ এক বছর পরে পুনরায় ভারতের স্মার্টফোন বাজারে নতুন দুটি ডিভাইস নিয়ে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার হেড ইন-চার্জ ফয়সাল সিদ্দিকি পদত্যাগ করলে এ অঞ্চলে সকল কার্যক্রম বন্ধ করে দেয় এইচটিসি।

তাইওয়ান ভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি একসময় প্রিমিয়াম ফোন বিক্রি করে বাজারে নিজেদের একটি শক্ত অবস্থান করে নিয়েছিল। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আসার পরে উইন্ডোজ দিয়ে বেশি দূর যেতে পরেনি। কিন্তু পরবর্তীতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বেশ কিছু ফোন গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছিল।

তাই এক বছর পরে আবার ভারতের বাজারে নতুন ফ্ল্যাগশিপ সিরিজের ফোন ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতে এইচটিসির ব্র্যান্ড লাইসেন্স হচ্ছে আইনোন টেকনোলোজি। দেশটির বাজারে আইনোন টেকনোলোজির মাধ্যমে মোবাইলফোন বিক্রি করবে এইচটিসি।

স্মার্টফোনের বিভিন্ন সেকশনে উন্নয়নের জন্য এইচটিসিকে অগ্রদূত বলা হয়। তবে বিশ্লেষকরা বলছেন ভারতের বাজারে পর্যাপ্ত মার্কেট শেয়ার পাবে না প্রতিষ্ঠানটি।

২০১৭ সালের এক বাজার সমীক্ষায় দেখা যায়, স্মার্টফোনের বাজারে ১ শতাংশেরও কম মার্কেটি শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির।

এইচটিসির সর্বশেষ প্রিমিয়াম স্মার্টফোনটি ছিল ‘এইচটিসি ইউ-১১’। যা ২০১৮ সালে ভারতের বাজারে বেশ সাড়া ফেলেছিল।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর