মেসেঞ্জারে থাকছে না আর গেমিং ফিচার

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 23:52:36

ফেসবুকের মেসেঞ্জারে অন্যতম জনপ্রিয় ফিচারগুলোর মধ্যে একটি হচ্ছে বন্ধুদের সঙ্গে ইনস্ট্যান্ট গেম খেলা। কিন্তু এখন থেকে মেসেঞ্জারে গেমিং ফিচারটি আর দেখা যাবে না বলে জানায় ফেসবুক। তাই এ ফিচারটি এখন মেসেঞ্জার থেকে ফেসবুকের গেমিং সেকশনে নিয়ে যাওয়া হবে।

ফেসবুকের গেমিং পার্টনারশিপের গ্লোবাল ডিরেক্টর লিও অলেবি বলেন, ‘ ফেসবুকে ইনস্ট্যান্ট গেমিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে মেসেঞ্জার থেকে গেমিং ফিচারটি আলাদা করা হবে। অন্যদিকে মেসেঞ্জারে পারফরমেন্স আরও দ্রুত এবং সহজ হবে।’

তিনি বলেন, ইনস্ট্যান্ট গেমিং সেকশন এবং ফেসবুকের গ্লোবাল গেমিং টিমের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন পরিকল্পনা করেছে। এরমধ্যে গেমের মান উন্নয়ন নিশ্চিত করতে নতুন নীতিমালা, বিনিয়োগ এবং প্রকৌশলী নিয়োগ করা হয়েছে।

ফেসবুকের গেমিং সেকশনে যুক্ত হওয়া নতুন গেমগুলোকে পর্যালোচনার জন্য রিভিউ ইউনিট চালু করেছে।

তবে গেমিং সেকশন আলাদা করার ফলে প্লেয়ার এবং ডেভেলপারদের নির্বিঘ্নে সার্ভিস দিতে কাজ করছে ফেসবুক।

এছাড়া নতুন নীতিমালায় বলা হয়েছে, গেমিং ডেভেলপাররা ফেসবুকে গেম জমা দেওয়ার আগে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হবে।

২০১৬ সালে মেসেঞ্জারে গ্রাহকদের স্বক্রিয়তা বৃদ্ধি করতে এই প্ল্যাটফর্মে প্যাক-মেন এবং ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস নামের দুটো ইনস্ট্যান্ট গেম চালু করে।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর