গুগল নিউজ এবার নতুন রূপে

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 00:15:50

সম্প্রতি স্মার্টফোনে গুগল সার্চের ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনা হয়েছে। তবে এবার গুগলের নিউজ ট্যাবে সঠিক তথ্যনির্ভর, প্রকাশক এবং সংবাদের সূত্র নিশ্চিত করতে গুগল নিউজ ঢেলে সাজাবে এই টেক জায়ান্ট।

গুগল নিউজ ইনিশিয়েটিভ সম্প্রতি এক টুইট বার্তায় জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ডেক্সটপ ভার্সনে ‘নিউজ সার্চের’ সেকশনে পরিবর্তন আনা হয়েছে। ফলে নিউজ প্রকাশক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম স্পষ্টভাবে দেখা যাবে। সেখানে থেকে নিজের পছন্দের সাইটটি বেঁছে নিতে পারবেন।

নতুন আপডেটে নিউজগুলো এখন সার্চের নিউজ ট্যাবেই পাওয়া যাবে। এছাড়া এখন থেকে লিস্টের পরিবর্তে নিউজের থাম্বনেইল আকারে কার্ড বক্সে নিউজগুলো দেখা যাবে।

দ্যা ভার্জের প্রতিবেদনে বলা হয়, গুগল নিউজে একই নিউজ স্টোরিগুলো একত্র করে ব্যবহারকারীদেরকে একটি প্ল্যাটফর্মেই সবধরনের নিউজ দিতে কাজ করছে। এছাড়া ইন্টারফেস রি-ডিজাইনসহ তথ্যনির্ভর বিশ্বাসযোগ্য নিউজ দিতে গুগল বিভিন্ন সংবাদ সংস্থা, প্রকাশক, ফেক নিউজ বন্ধে প্রোগ্রামারদের সঙ্গে কাজ করছে।

আগামী সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীরা এই আপডেট নিউজ ট্যাবটি দেখতে পাবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও খবর