বাজারের প্রথম ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ট্যাব

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 04:30:17

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস৬-এ এই প্রথম ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ব্যবহার করা হবে। ফলে ট্যাব ইউজারকে এখন ডিভাইসটি আনলক করতে হলে আর পাশের লক বাটন খুঁজতে হবে না, স্ক্রীনে টাচ করেই ট্যাব আনলক করা যাবে।

বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালগুলোতে বলা হচ্ছে, দৃষ্টিনন্দন ডিজাইনের সঙ্গে ট্যাব এস৬-এ ডুয়াল লেন্স ক্যামেরা ব্যবহার করা হবে।

ট্যাবের ডিসপ্লে সেকশনে রয়েছে ১০.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর কার্যক্ষমতা বৃদ্ধি করতে কোয়ালকম ৮৫৫ স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ৬জিবি র‍্যামের সঙ্গে ১২৮ জিবির বিগ ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

সাধারণত ট্যাবে লাউড স্পিকারে সাউন্ড কম থাকে কিন্তু স্যামসাং তাদের নতুন ট্যাবে উন্নত সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করতে কাজ করছে।

সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি ট্যাব ‘এস-৫ই’ এবং গ্যালাক্সি ট্যাব এ-১০.১ ভারতের বাজারে ছেড়েছে।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর