ভুয়া বিজ্ঞাপনের দায়ে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 15:51:40

স্যামসাং স্মার্টফোন ‘পানি নিরোধক’ হিসেবে বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের বিভ্রান্তির দায়ে অস্ট্রেলিয়ান ভোক্তা অধিকার কমিশন এই টেক জায়ান্টের বিরুদ্ধে মামলা করেছে।

ভোক্তা অধিকার কমিশন বলছে, স্যামসাংয়ের বিজ্ঞাপন ক্রেতাদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। যেখানে দেখাচ্ছে, পানির নিচেও কোন রকম ঝামেলা ছাড়া ডিভাইসটি ব্যবহার করা যাবে। এতে ফোনের কোনো ক্ষতি হবে না।

দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার আগে ভোক্তা কমিশন স্যামসাংয়ের প্রায় ৩০০ বিজ্ঞাপন পর্যলোচনা করে দেখেছেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাদ দিয়ে স্যামসাং কর্তৃপক্ষ জানায়, এই বিজ্ঞাপন থেকে তারা সরে আসবে না বরং মামলায় লড়বে।

দেশটির ভোক্তা কমিশন এক বিবৃতিতে জানায়, স্যামসাং ‘পানি নিরোধক’ বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। সাগরের তলদেশে, সুমিংপুলের পানিতে ফোন ব্যবহার করা যায় কিন্তু ফোনের কোনো ক্ষতি হবে না।

যদিও স্যামসাং বলছে, ইনগ্রেস প্রোটেকশন মার্কেট কর্তৃক তাদের ডিভাইসকে ‘আইপি৬৮’ রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ পানির মধ্যেও স্যামসাং ডিভাইস ব্যবহার করা যাবে।

তবে যদি এই মামলায় স্যামসাং দোষী সাব্যস্ত হয় তাহলে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হবে বলে জানায় ভোক্তা কমিশন।

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত আরও খবর