কবি সুফিয়া কামালের জন্মদিনে গুগলের বিশেষ ডুডল

বিবিধ, টেক

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 01:22:13

কবি সুফিয়া কামালের ১০৮ তম জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল বানিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

গুগল ডুডলটি বাংলাদেশের পতাকার লাল ও সবুজ রঙে করা হয়েছে। যেখানে কবি সুফিয়া কামালকে মুখে হাত দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। তার পেছনে প্রতীকী চিহ্নে হাতে হাত রেখে মেয়েদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

গুগলের এই বিশেষ ডুডলটি সুফিয়া কামালকে শুধু কবি পরিচয়ে নয়, বাংলাদেশের নারী আন্দোলনের পথিকৃৎ হিসেবেও তুলে ধরেছেন।

কবি ও নারী আন্দোলনের সূতিকাগার সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার সৈয়দ আব্দুল বারী এবং মাতা সৈয়দা সাবেরা খাতুন।

তিনি যখন জন্ম গ্রহণ করেন তখন নারীদের সামাজিকভাবে অনেকটাই বন্দি জীবনযাপন করতে হতো। মেয়েদের পড়াশুনা করার কোন সুযোগ ছিল না। জীবনে অনেক উত্থান পতনের মধ্যে দিইয়ে তিনি নিজেকে অন্যান্যদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সামাজিক পরিবর্তন, নারী স্বাধীনতা ও ধর্মীয় গোঁড়ামি দূরীকরণে কাজ করেছেন।

তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর মৃত্যুবরণ করেন।

এ সম্পর্কিত আরও খবর