হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত গ্রুপে অ্যাড নিয়ে বিরক্ত?

, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 05:03:40

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে প্রাইভেট ম্যাসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম। তাই তো প্রতিদিনিকার যেকোনো কাজে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চ্যাটিং হয় নিশ্চিন্তে।

কিন্তু অনেক সময় আপনার অনিচ্ছা সত্ত্বেও দেখেন যে, নানা গ্রুপে আপনাকে অ্যাড করে ইনবক্সকে ভারী করে তুলছে। এই বিড়ম্বনা থেকে বাঁচতে নিচের নির্দেশনা অনুসরণ করুন।

ফোনের হোয়াটসঅ্যাপে সেটিংস অপশনে যান। সেখানে অ্যাকাউন্ট ট্যাবটির প্রাইভেসি অপশনে যান। প্রাইভেসি অপশনের 'গ্রুপ' -এ ক্লিক করুন।

গ্রুপে ‘এভরিওয়ান’, ‘মাই কন্ট্যাক্ট’ এবং ‘নোবডি’ শিরোনামে তিনটি অপশন আছে। সেখান থেকে আপনার পছন্দের অপশনটি বেছে নিন এবং সে অনুযায়ী আপনি গ্রুপে অ্যাড হবেন।

যদি আপনি ‘নোবডি’ অপশনটি বেছে নেন, তাহলে যে কেউ চাইলেই আপনাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। এজন্য ওই গ্রুপের অ্যাডমিনকে আপনাকে একটি আমন্ত্রণ বার্তা পাঠাতে হবে।

সূত্র: গ্যাজেটস নাও।

এ সম্পর্কিত আরও খবর