সাময়িক বন্ধের পর ফের চালু ইনস্টাগ্রাম

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 12:11:19

এক ঘণ্টা বন্ধের পরে আবার চালু হলো জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। বিশ্বব্যাপী ব্যবহারকারীরা অভিযোগ করতে থাকেন, তাদের অ্যাকাউন্টে থেকে ইনস্টাগ্রামের সাইট এবং অ্যাপ থেকে ঢুকতে পারছেন না।

শুক্রবার (১৪ জুন) সকাল থেকে ফেসবুকের আওতাধীন ইনস্টাগ্রামের সার্ভারে এই সমস্যা দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রাম তাদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় বলা হয়, 'আমরা ইতোমধ্যে এই বিষয়ে অবগত হয়েছি যে, ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না, তবে আমরা এর দ্রুত সমাধানে কাজ করছি।'

ব্যবহারকারীদের অভিযোগ মতে, ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের সবগুলো অপশনে যেতে পারছেন না, নিউজ ফিড রিফ্রেশ হচ্ছে না এবং সার্চবারে থেকে কিছুই পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে তাদের ওয়েবসাইটে '5xx server error' দেখায়।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এর প্রতিক্রিয়া জানাতে, হ্যাশ ট্যাগ দিয়ে 'ইনস্টাগ্রাম ডাউন' লিখে টুইট করে থাকেন, যা মুহূর্তেই ঝড়ের বেগে শেয়ার হয়ে যায়।

ডাউনডিটেকটর ডট কমের প্রতিবেদন অনুসারে, ইনস্টাগ্রামের এই ত্রুটির ফলে ইতোমধ্যে এই সাইটে ৫০ হাজার অভিযোগপত্র জমা পড়েছে।

এছাড়াও ইনস্টাগ্রাম এই মাসের মধ্যে দুইবার বড় ধরনের বিভ্রাটের শিকার হয়।

সূত্রঃ গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর