বিটিআরসির নতুন কমিশনার প্রবাসী প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ

আইসিটি সংবাদ, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 05:29:53

অনেকদিন শূন্য থাকার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বুধবার নতুন একজন কমিশনারকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার(৩০ মে)  সকালেই এক সময়ের প্রবাসী প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বিটিআরসিতে যোগ দিয়েছেন।

এখন তিনি বিটিআরসির ইঞ্জিনিয়ায়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। মহিউদ্দিন আহমেদকে নিয়ে বিটিআরসিতে একজন চেয়ারম্যানসহ মোট কমিশনারের সংখ্যা দাঁড়াল চার জনে। এখনো কমিশনারের একটি পদ শূন্য রয়েছে।

বুধবার ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে মহিউদ্দিন আহমেদকে তিন বছরের জন্যে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর দীর্ঘদিন তিনি দেশের বাইরে কাজ করেছেন।

এ সম্পর্কিত আরও খবর