বাজারে থাকা হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 13:17:34

বর্তমানে বাজারে থাকা হুয়াওয়ে ফোন গুলোতে বন্ধ হবেনা গুগলের সেবা । বিষয়টি নিশ্চিত করেছে অ্যান্ড্রয়েড ।

সোমবার( ২০ মে) মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এ বিষয়ে একটি টুইট করে অ্যান্ড্রয়েড। সেখানে অ্যান্ড্রয়েড জানায় ‘ আমরা হুয়াওয়ে তে গুগলের সেবা বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত নানা প্রশ্ন পেয়েছি ।মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতি সম্মান জানিয়ে  আমরা নিশ্চিত করে বলতে চাই বর্তমানে বাজারে থাকা হুয়াওয়ে ফোন গুলোতে বন্ধ হবেনা গুগল সেবা। আগের মতই সকল ডিভাস গুগলের সকল আপডেট ও সিকিউরিটি প্যাচ পাবে।

তবে নতুন ফোন গুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত হবে তা এখনো জানায়নি অ্যান্ড্রয়েড।

সম্প্রতি নতুন নিষেধাজ্ঞার ফলে মার্কিন জায়ান্ট গুগল হুয়াওয়ের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি বাতিল করেছে। ফলে ধারণা করা হচ্ছিলো  হুয়াওয়ে তাদের ফোনে গুগলের প্লে স্টোর, ইউটিউব, জিমেইল, ক্রোম বাউজারসহ অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে না।এমন সময়ে হুয়াওয়ে ডিভাইস ব্যবহারকারীদের স্বান্তনার বাণী শোনালো অ্যান্ড্রয়েড।

এ সম্পর্কিত আরও খবর