কি থাকছে আইফোন ১১-এ?

, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 13:29:12

আইফোন এর দশ বছর পূর্তিতে আইফোন এক্স বা টেন বাজারে আসার পর থেকেই গুঞ্জন উঠেছিল যে আইফোন এগার (১১) কবে আসবে? তবে এর পরের বছর আইফোন ১১ না আসলেও এক্স আর, এক্স এস এবং এক্স ম্যাক্স তিনটি ভিন্ন মডেলের ফোন বাজারে আসে।

আর প্রতি বছরের ন্যায় সেপ্টেম্বর মাসের অপেক্ষায় থাকেন আইফোন প্রেমীরা। কেননা সেপ্টেম্বর মাসেই অ্যাপল সিরিজের সবচেয়ে নতুন এবং লেটেস্ট মডেলের ফোনগুলো বাজারে আসে।

ব্লুম্বার্গের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে তাইওয়ানের ম্যানুফ্যাকচারিং এ অ্যাপেলের নিজস্ব শক্তিশালী প্রসেসর ‘এ১৩’ বায়োনিক চিপসেট নিয়ে পরীক্ষামূলক কাজ চলছে। যা আসন্ন আইফোন-১১ এ ব্যবহার করা হবে।

কিন্তু কি থাকতে পারে আইফোন-১১ এ?

১. ধারনা করা হচ্ছে এটি হবে আইফোনের সর্বপ্রথম ত্রিপল ক্যামেরা বিশিষ্ট ফোন। এর পেছনের ক্যামেরায় ত্রিপল ক্যামেরা ব্যবহারে বাড়তি ক্যামেরা বাম্প দেখা যাবে।

২. আইফোন-১১ এ থাকবে রিভার্স চার্জিং ফিচার। অর্থাৎ আইফোন-১১ থেকে অন্য আরেকটি অ্যাপল ডিভাইসে চার্জ দিতে পারবেন।

৩. তবে আইফোন-১১ এ ৫জি বা পঞ্চম প্রজন্মের ইন্টারনেট নেটওয়ার্ক সার্ভিস থাকবে কি না এ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

৪. আইফোনে আইওএস-১৩ মোবাইল অপারেটিং সিস্টেম যুক্ত হতে পারে।

এছাড়াও ম্যাকিন্টোশ এ নতুন অপারেটিং সিস্টেম, অ্যাপেল ওয়াচ, আইপ্যাড ও ম্যাকবুক প্রো তে হার্ডওয়্যারের নতুন আপডেট থাকতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ সম্পর্কিত আরও খবর