অভ্যন্তরীণ রুটের এয়ার টিকিট এখন বিডিটিকেটসে

ই-কমার্স, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 01:37:52

অভ্যন্তরীণ রুটের জন্য এয়ার টিকিট কেনার সুযোগ নিয়ে আসলো অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস ডটকম।

এখন থেকে বিমান যাত্রীরা কয়েকটি ক্লিকের মাধ্যমেই দেশে চলাচল করা সকল এয়ারলাইনের ফ্লাইটগুলোর টিকিট কিনতে পারবেন। বিডিটিকেটস ডটকমে দৈনিক ১০ হাজারের বেশি অভ্যন্তরীণ রুটের টিকেট পাওয়া যাবে।

এ প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা সহজেই ফ্লাইট এবং তুলনামূলক যাচাই করে নিজের পছন্দের টিকিট কিনতে ও প্রয়োজনীয় তথ্য সেবা পাবেন।

অনলাইন লেনদেনের যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে বিডিটিকেটস ডটকমের মাধ্যমে কাঙ্ক্ষিত টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। এছাড়া কল সেন্টারের (১৬৪৬০) মাধ্যমেও এয়ার টিকেট বুক করা যাবে।

রাজধানীর রবি করপোরেট অফিসে সম্প্রতি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এই সেবার উদ্বোধন করেন। দেশের বৃহত্তম অনলাইন ট্রাভেল এজেন্ট এএমওয়াইবিডি’র সহযোগিতায় সেবাটি বাস্তবায়ন করা হয়েছে।

বাংলাদেশে বাস ও লঞ্চের ই-টিকিট সরবরাহকারী সর্ববৃহৎ প্ল্যাটফর্ম বিডিটিকেটস এখন এয়ার টিকিট সেবা যোগ করার মাধ্যমে এক ছাতার নিচে সব ধরনের অনলাইন টিকিট সেবা দিচ্ছে গ্রাহকদের।

এ সম্পর্কিত আরও খবর