জাকারবার্গের নিজস্ব পডকাস্ট!

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 13:11:42

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার নিজস্ব পডকাস্ট চালু করেছেন। প্রথম পডকাস্টটি জাকারবার্গের হোস্ট করা ভিডিও বিতর্কের অডিও সংস্করণগুলি পডকাস্ট হিসেবে প্রকাশিত হয়েছে। যেটার শিরোনাম ছিল ছিল 'প্রযুক্তি এবং সমাজ'।

এ পর্যন্ত যে একটি এপিসোড সম্প্রচার করা হয়েছে। তার মধ্যে জাকারবার্গের সাথে অন্যান্য বিশেষজ্ঞদের সাথে প্রযুক্তি বিষয়ে যেসকল আলোচনা হয়েছে তার একটি সংস্করণ রয়েছে।

‘হ্যালো, জাক বলছি, এবছর আমি ইন্টারনেট এবং সমাজের ভবিষ্যতের বিষয়ে জনসাধারণের সাথে আলোচনার একটি সিরিজ তৈরি করছি।’

জাকারবার্গ বলেন, 'প্রথম এপিসোডটি আমার ব্যক্তিগত কিছু চ্যালেঞ্জ নিয়ে তৈরি করা হবে। যা একটি সাক্ষাৎকারধর্মী পডকাস্ট হবে।'

সেখানে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনথান জিট্রেইন এর সাথে প্রযুক্তি এবং আইন বিষয়ে কথা হবে জাকারবার্গের সাথে।

এই পডকাস্টের এপিসোডগুলো (স্পটিফাই) লাইভ পডকাস্ট স্ট্রিমিং ওয়েবসাইটে পাওয়া যাবে।

পডকাস্ট হচ্ছে এক ধরনের অডিও শো বা সিরিজ যা মোবাইল বা কম্পিউটার ডিভাইসে ধারণ করে যেকোনো সময়ে শোনা যায়। এখানে রেডিওর মত নির্দিষ্ট কোন সময়ের জন্য বসে থাকতে হয় না।

এ সম্পর্কিত আরও খবর