নির্বাচন সুষ্ঠু করতে টুইটারে রিপোর্ট অপশন

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 07:53:08

নির্বাচনের আগে প্রতিনিধিরা বিভিন্নরকম প্রতিশ্রুতি দিয়ে থাকে। আর বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে ব্যাপক প্রচার প্রচারণা। কিন্তু ভোটারদেরকে আবার ভুল পথে পরিচালনা করতে ফেইক নিউজ ছড়ানোর জন্যও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার হয়ে থাকে।

তাই এবার ভারতের লোকসভা নির্বাচন (২০১৯) ঘিরে ফেইক নিউজ বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ‘রিপোর্ট’ ফিচার চালু করেছে।

এই টুইটারে যেকোনো তথ্য ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে আর এর বিশাল সংখ্যার মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে। আর টুইটার এখন তথ্য নিয়ন্ত্রণ করবে না বরং ব্যবহারকারীকেই ব্যবস্থা (রিপোর্ট) নেওয়ার ক্ষমতা দিচ্ছে।

টুইটার এক বিবৃতে জানায়, 'লোকসভা নির্বাচন উপলক্ষে রিপোর্ট ফিচারটি ২৫ এপ্রিল থেকে চালু করা হবে। এর জন্য আমাদের টুইটার অ্যাপ অথবা ওয়েব ইন্টারফেস থেকে খুব সহজেই রিপোর্ট করা যাবে। এই ফিচারটি লোকসভা নির্বাচন, ইউরোপিয়ান নির্বাচন এবং বিশ্বব্যাপী বিভিন্ন নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এই এটি চালু থাকবে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'নির্বাচনের সময় বিভিন্ন নীতিমালা, ভোটের দিন-তারিখ, পরিচয়পত্র এসব বিষয়ে টুইটারে ভুল তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে, ভোটারদেরকে ভুল পথে পরিচালনা করতে।

তাই কোন পোস্টে অভিযোগ করতে হলে শুধু রিপোর্ট অপশনে ‘ইটস মিসলিডিং অ্যাবাউট ভোটিং’ এ ক্লিক করে রিপোর্ট করা যাবে।

এছাড়া লোকসভা নির্বাচন শুরুর আগ থেকে নির্বাচন কমিশনকে বিভিন্ন ভাবে সহায়তা করতে কাজ করছে ফেসবুক।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর