হারানো আইফোন খুঁজে পাবেন কীভাবে?

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 00:03:33

শখের স্মার্টফোনের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কত কিছুই না করি। প্যাটার্ন লক, পিন লক, ফিঙ্গারপ্রিন্ট ও ফেইস লক দিয়ে এর নিরাপত্তা রক্ষা করতে চাই। আবার বিভিন্ন ধরনের প্রোটেকটর পেপার, কেসিং বা কাভার ব্যবহার করি। কিন্তু হারিয়ে গেলে তার জন্য কি করতে পারি?

তাই এবার অ্যাপেলের ‘ফাইন্ড মাই ফ্রেন্ডস’ এবং ‘ফাইন্ড মাই আইফোন’ এই দুটি অ্যাপ মিলে একটি নতুন অ্যাপ তৈরি করবে অ্যাপেল। আর ‘৯ টু ৫ ম্যাক’ ওয়েব পোর্টালের রিপোর্ট অনুযায়ী সেই অ্যাপটির নাম হবে ‘গ্রীনটর্চ’।

মূলত, নতুন আপডেটের এই অ্যাপ দিয়ে আরও সঠিক এবং নির্ভুলভাবে আপনার অ্যাপেল ডিভাইসটি শনাক্ত করা যাবে। যেখানে যুক্ত হচ্ছে ফাইন্ড নেটওয়ার্ক নামে একটি আপডেট ফিচার। এতে করে আপনার অ্যাপেল ডিভাইসটি যদি নেটওয়ার্ক অথবা ওয়াই ফাই জোনের বাইরে থাকে তাও ট্র্যাক করে এর অবস্থান সম্পর্কে জানা যাবে।

এতে থাকছে লস্ট (হারানো) মুড অন করে ফাইন্ড মাই আইফোন অপশনে ক্লিক করলে রিং বাজতে থাকবে ডিভাইসটিতে এবং এর অবস্থানও জানা যাবে।

আপডেটেড অ্যাপটি থেকে অ্যাপেলের সব ডিভাইসকে এমনকি ছোট্ট এয়ারপডকেও ট্র্যাক করা যাবে।

এর আগে জনপ্রিয় প্রযুক্তি নির্মাতা অ্যাপেল তাদের ইউজারদের জন্য ‘ফাইন্ড মাই ফোন’ নামে ২০১৩ সালে একটি সেবা চালু করেছিল।

এ সম্পর্কিত আরও খবর