লাইভ সম্প্রচার নজরদারি করবে ফেসবুক

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 21:06:10

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ভিডিও লাইভ সম্প্রচার হওয়ার পর আন্তর্জাতিক মহল থেকে চাপ আসতে থাকে ফেসবুকের ওপর। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির নীতিমালা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে তোপের মুখে পড়তে হয়।

তাই ফেসবুকে যত্রতত্র লাইভে আসা নিয়ে কঠোর নীতিমালা জারি করছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকে কে লাইভে যাচ্ছে, কী বিষয় নিয়ে কথা বলছে, সেগুলো নজরদারি করার পরে তা প্রকাশ করা হবে।

ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরল স্যান্ডবার্গ এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি ফেসবুক থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ৯০০ ভিডিও মুছে দেয়া হয়েছে। এছাড়া ক্রাইস্টচার্চের হামলার পরে ১.৫ মিলিয়ন ভিডিও মুছে দিয়েছে ফেসবুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী যেভাবে উগ্রবাদ, সহিংসতা এবং ঘৃণা ছড়ানো হচ্ছে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ফেসবুক এই কার্যক্রম হাতে নিয়েছে।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এই অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনার ফলে বিরূপ প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

সূত্র: গ্যাজেটস নাও।

এ সম্পর্কিত আরও খবর