গুগল ম্যাপেই ইভেন্ট!

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 08:14:02

মনে করুন আপনি একটি ইভেন্ট বা অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠান সূচিতে সময়, স্থানও উল্লেখ করে দিয়েছেন। কিন্তু অনুষ্ঠানে আগত ব্যক্তিরা কেউ জানেই না সেই স্থানে কিভাবে আসতে হবে।

আর তখন বারবার সবাইকে ফোনে লোকেশন বলে বলে আপনি হয়রান। প্রতিনিয়ত এমন দুর্ভোগে সবাইকে পড়তে হয়।

তাই মানুষের জীবনে সহজ আর আধুনিক করতে কাজ করে যাচ্ছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আর তথ্যপ্রযুক্তির এই বিস্তর অগ্রযাত্রার সক্রিয় অংশীদার হচ্ছে মানুষ। প্রযুক্তির অভিনব আবিষ্কারের সাথে আসছে নতুন নতুন সংস্করণ।

তেমনি গুগল ম্যাপের নতুন সংস্করণে দিচ্ছে ফেসবুকের মতো ইভেন্ট তৈরি করার সুবিধা।

গুগল ম্যাপের পাবলিক ইভেন্ট সার্ভিসে ইভেন্টের নাম, সময়, স্থান এবং সেই সাথে প্রয়োজনীয় ছবিসহ আরও অনেক কিছু যুক্ত করতে পারবেন।

এতে করে একজন ব্যবহারকারীকে তার আশপাশে চলমান ইভেন্ট গুলো সম্পর্কে জানান দিবে। আর কিভাবে লোকেশন অনুযায়ী সেখানে যেতে হবে তাও বলে দিবে গুগলের এই নতুন সংস্করণটি।

গুগলের এক বিবৃতিতে জানায়, ব্যবহারকারীরা যেন অনুষ্ঠানসূচি অনুযায়ী সঠিক স্থানে সময়মতো পৌঁছাতে পারে সে লক্ষ্যে কাজ করছে তারা।

সূত্রঃ দ্যা ভার্জ

এ সম্পর্কিত আরও খবর