স্বাধীনতা দিবসে গুগলের নতুন রূপ

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 18:30:53

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষভাবে সেজেছে সার্চ ইঞ্জিন ‘গুগল’। ফুটে উঠেছে বাংলার আবহমান নদীর সাথে মাঝি ও মানুষের বন্ধনের দৃশ্য।

এটি ডুডল বলেও পরিচিত। ডুডলে দেখা যাচ্ছে তিনজন মাঝি আর তিনটি নৌকা। দুই মাঝি তাদের দুই নৌকায় সোনার ফসল ভরেছেন, একজন সেই ফসল বোঝাই নৌকা নিয়ে যাচ্ছেন; আরেকজন ভরা নৌকা নিয়ে ঘাটে নোঙর ফেলে আছেন যেন। বাকি আরেক মাঝি ডিঙি নৌকা বেয়ে চলেছেন নদীর বুকে।

এমন দৃশ্যের নিচে সবুজ একটি লাগোয়া বার, যার মধ্যে লাল রঙের একটি ফ্রেম। তার মধ্যে ইংরেজিতে গুগল লেখা।

পাশে থাকা ডুডলে ক্লিক করলেই চলে আসছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের নানা তথ্য।

ডুডলটি ফেসবুক, টুইটার ও ইমেইলে শেয়ার করতে রয়েছে অপশন। এমনকি অন্য যেকোনো টাইম লাইনে শেয়ার করতে কপি করার অপশনও আছে। এজন্য পাশে লিঙ্ক দেওয়া আছে।

বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা দিবস উদযাপনে গুগলের এই ডুডল। ২০১৩ সালে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবস থেকে ডুডল ব্যবহার করে এভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে আসছে বিশ্বের প্রথম এই সার্চ ইঞ্জিন ‘গুগল’।

এ সম্পর্কিত আরও খবর