ফোনের গতি বাড়ান

মোবাইল ফোন, টেক

আইসিটি ডেস্ক | 2023-08-31 03:38:20

স্মার্টফোনের যেকোন অভিযোগের মধ্যে একটি হচ্ছে এর পারফমেন্স নিয়ে। যেকথাগুলো আমরা প্রায়ই বলে থাকি স্লো হয়ে গেছে, হ্যাঙ হয়ে গেছে কিংবা র‍্যাম খালি নাই ইত্যাদি।

বর্তমানে ৪/৬/৮ জিবি র‍্যামের ফোন আসছে বাজারে এই সমস্যা নিরসণে। তবে সেই উচ্চমূল্যের ফোন সর্বসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে।

কিন্তু কিছু টিপস অবলম্বন করে র‍্যামের ওপর অতিরিক্ত চাপ কমানো যায়। এক্ষেত্রে গেমস এবং অন্যান্য অ্যাপস থেকে সবচেয়ে বেশি জায়গা এবং ব্যাটারি খরচ করছে ফেসবুক ও ইনস্টাগ্রাম এর মত অ্যাপগুলো।

তাই কোন অ্যাপ বেশি জায়গা দখল করছে তা দেখে বন্ধ করে দিতে পারেন এর কার্যক্রম। নিচের নির্দেশনা দেখুন-

১. গো টু সেটিংস

২. স্টোরেজ/মেমোরি

৩. এখান থেকে দেখা যাবে কোন অ্যাপস কতটুকু র‍্যাম দখল করে আছে। আর মেমোরি অপশন থেকে দেখা যাবে মেমোরিতে কোন কোন অ্যাপস চলছে।

৪. কোন অ্যাপ কতক্ষণ ধরে চলছে ‘অ্যাপ ইউজেস’ লিস্টে দেখা যাবে।

আর উপরের এই লিস্ট থেকে দেখে অপ্রয়োজনীয় অ্যাপসের কার্যক্রম বন্ধ করে দিতে পারবেন। যা আপনার র‍্যাম এবং ব্যাটারির অযথা খরচ বাঁচাবে। যদি ফোনের স্টোরেজ ফুল থাকে তাহলেও ফোন কিছুটা স্লো কাজ করবে।

তাই ফোন স্টোরেজে সবসময় কিছুটা জায়গা রাখতে হবে এবং নিয়মিত রিইস্টার্ট করতে হবে।

সূত্রঃ গ্যাজেটস নাও। 

এ সম্পর্কিত আরও খবর