মাতৃভাষায় আসছে হোয়াটসঅ্যাপ

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 13:26:12

হোয়াটসঅ্যাপ বর্তমান সময়ে যোগাযোগের জন্য বেশ জনপ্রিয় একটি মাধ্যম। প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে শুরু করে যেকোনো পর্যায়ের যোগাযোগের ক্ষেত্রে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সার্ভিস ব্যবহার করে মুহূর্তেই সেরে নেওয়া যায় প্রতিদিনকার কাজ।

এবার হোয়াটসঅ্যাপের কার্যক্রমকে আরও গতিশীল করতে এতে যুক্ত হচ্ছে ব্যবহারকারীদের ভাষা। বাংলা ভাষাও থাকছে এই সংস্করণে। এতে করে ব্যবহারকারী নিজের মাতৃভাষায় একে ওপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ভারতের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই ইনস্ট্যান্ট অ্যাপ সার্ভিসটি। আর এই নতুন সংস্করণে যুক্ত হচ্ছে ভারতের ১০ টি প্রদেশের ভাষা। বাংলা, হিন্দি, পাঞ্জাবি, তেলেগু, তামিল, উর্দু, গুজরাট, কানান্দা এবং মালায়াম ইত্যাদি।

তবে এই ফিচারটি নির্ভর করবে আপনার ফোনের বিল্ট ইন ল্যাঙ্গুয়েজ সিস্টেমের ওপর। যদি ফোনের ল্যাঙ্গুয়েজে বাংলা ভাষা থাকে তাহলে হোয়াটসঅ্যাপও বাংলা ভাষায় চলবে।

বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী আছে হোয়াটসঅ্যাপের। অন্যতম জায়ান্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।

সূত্র: গ্যাজেটস নাও

 

এ সম্পর্কিত আরও খবর