রবির জন্য ব্রিটিশ কাউন্সিলের স্যাটেলাইট লাইব্রেরী

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 01:28:23

রবির অফিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ব্রিটিশ কাউন্সিল স্যাটেলাইট লাইব্রেরি ।এখন থেকে  ব্রিটিশ কাউন্সিলের সদস্যভুক্ত ররির কর্মকর্তারা মূল লাইব্রেরির পাশাপাশি স্যাটেলাইট লাইব্রেরি থেকেও বই পড়তে পারবেন।

শনিবার(২৩ মার্চ) রবির কর্পোরেট অফিসে এক অনাড়বম্বর আয়োজনের মধ্যে দিয়ে এই লাইব্রেরির উদ্বোধন করেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ । তিনি বলেন, মানসিক বিকাশের সবচেয়ে ভাল উপায় হচ্ছে বই পড়া। এ পদক্ষেপের মাধ্যমে রবিতে বই পড়ার একটি সংস্কৃতি গড়ে উঠবে।

ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর অ্যান্ড্রু নিউটন বলেন, রবিই দেশের প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে ব্রিটিশ কাউন্সিল স্যাটেলাইট লাইব্রেরির সেবা গ্রহণ করল। এখন থেকে রবির কর্মকর্তা ও তাদের সন্তানরা ব্রিটিশ কাউন্সিলের ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে বিশ্বের শ্রেষ্ঠ বইগুলো পড়ার সুযোগ পাবেন।

আয়োজিত  অনুষ্ঠানে আরও ছিলেন রবির হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স সাহেদ আলম, মিডিয়া, কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর এবং ব্রিটিশ কাউন্সিলের হেড অব কালচারাল সেন্টার তানভীর আলিম ও কালচারাল সেন্টার ম্যানেজার তাহনী ইয়াসমিন।

 

এ সম্পর্কিত আরও খবর