সীমিতি করা হলো হোয়াটসঅ্যাপের মেসেজ ফরওয়ার্ড সুবিধা

সোশ্যাল মিডিয়া, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 01:31:12

মেসেজ ফরওয়ার্ডিং সুবিধায় লিমিট এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন নিয়মে একসাথে পাঁচ জনের বেশি ব্যাক্তিকে কোন মেসেজ ফরওয়ার্ড করা যাবে না।স্প্যামিং বা  গুজব ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সেবাদাতা কোম্পানিটি।

সোমবার(২১ জানুয়ারি) ইন্দোনেশিয়ার রাজধানীতে এক ইভেন্টে এই কথা বলেন হোয়াটসঅ্যাপের কর্মকর্তা ভিক্টোরিয়া গ্র্যান্ড। ।তিনি আরো বলেন “আজ থেকে বিশ্বব্যাপী পাঁচ ব্যাক্তিকে মেসেজ ফরওয়ার্ড করার সীমা শুরু হচ্ছে।”

বিশ্বব্যাপী সব হোয়াটসঅ্যাপ গ্রাহকের জন্যই নতুন নিয়ম প্রযোজ্য হবে।

আগে যে কোন হোয়াটসঅ্যাপ মেসেজ ২০ টি আলাদা গ্রুপ অথবা ব্যাক্তিকে মেসেজ ফরওয়ার্ড করা যেত।এর আগে ২০১৮ সালে ভারতে গুজব ছড়ানোর বিরুদ্ধে মেসেজ ফরওয়ার্ডিং সুবিধায় লিমিট দিয়েছিলো হোয়াটসঅ্যাপ । এবার সেই লিমিট দেয়া হলো সারা বিশ্বের সব গ্রাহকের জন্য। 

এ সম্পর্কিত আরও খবর