৬ জিবি র‌্যাম নিয়ে ওয়ালটনের ফ্ল্যাগশিপ ফোন

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 23:57:53

ওয়ালটন বাজারে আনলো ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘প্রিমো এক্স৫’। ৫ ডিসেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়েছিলো ফোনটির।

বুধবার (২ জানুয়ারি) উন্মোচিত হওয়া এই ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৯৯ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ২১৬০ বাই ১০৮০ পিক্সেল।

নতুন এই ফোনের পেছনে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সেলফির জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

৩ হাজার ৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারিসমৃদ্ধ ফোনটির নিরাপত্তায় আছে ফেইস আনলক ফিচার।

এই প্রথম দেশের তৈরি ফোনে ওয়ালটন নিয়ে এসেছে ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওচালিত ফোনটি গ্রামীণফোনের অনলাইন শপ থেকে কেনা যাচ্ছে।

গ্রামীণফোন গ্রাহকরা ফোনটি কিনলে ফ্রি পাবেন ৬ জিবি ইন্টারনেট। এ ছাড়া পরবর্তী ৩ মাসে ৩০ বার পর্যন্ত মাত্র ৯৯ টাকায় ৪ জিবি করে ইন্টারনেট ডাটা নিতে পারবেন।

নীল রঙের ফোনটির দাম রাখা হয়েছে ২৪ হাজার ৯৯৯ টাকা।

এ সম্পর্কিত আরও খবর