বাংলাদেশের শাওমি এ১ এ সবার আগে এন্ড্রয়েড পাই

আইসিটি সংবাদ, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 20:34:20

দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড শাওমির এ১ এ আসতে যাচ্ছে এন্ড্রয়েড এর লেটেস্ট আপডেট এন্ড্রয়েড পাই। শাওমি জানায় বাংলাদেশের গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে তারা এই দেশে ফোনটির সর্বশেষ আপডেট দিতে যাচ্ছে।

১০৪৭ এমবির আপডটটিতে নতুন ফিচার হিসেবে এতে থাকছে এফএম রেডিও, অ্যাডাপ্টিভ ব্যাটারি, ভলিউম কন্ট্রোল মেনু ও ব্রাইটনেস।এ ছাড়া নেভিগেশন সহজ করা ও ব্যবহারকারীর চাহিদা বুঝে অ্যাপের সুপারিশ করার ফিচারও আনা হয়েছে নতুন আপডেটে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বাজার হিসাবে বিবেচনায় রেখে  জুলাইয়ে এখানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে চীনের প্রযুক্তিপণ্য নিমার্তা প্রতিষ্ঠানটি। ফলে অফিসিয়াল হ্যান্ডসট, বিক্রয়োত্তর সেবা এবং আন্তর্জাতিক বাজারের মতো দামে হ্যান্ডসেট পেতে শুরু করে গ্রাহকরা । শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জেইন জানান দেশের বাজারে স্মার্টফোন আরো সহজলভ্য দামে দিতে  ভবিষ্যতে তারা কারখানা চালু করতে চান বাংলাদেশে। এছাড়াও আগামীতে শাওমি এক্সেসরিজও নিয়ে আসবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর