জিয়া সাইবার ফোর্সের প্রধান গ্রেফতার

বিবিধ, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 11:02:05

রাষ্ট্র বিরোধী মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে ‘জিয়া সাইবার ফোর্স’র প্রধান হারুন অর রশিদকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৩।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব -৩ এর কোম্পানি কমান্ডার আশিকুর রহমান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেজে রাষ্ট্র বিরোধী বিভিন্ন প্রচারণা চালাতেন হারুন অর রশিদ। নানা রকম গুজব ছড়িয়ে তিনি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন। তার পরিচালিত জিয়া সাইবার ফোর্সের মাধ্যমে তিনি এ ধরনের প্রচারণা চালাতেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর