বিশ্ব এইডস দিবসে অ্যাপলের লাল ফোন

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 20:27:56

বিশ্বব্যাপী এইডস দিবস উপলক্ষে চলতি বছরের ১ ডিসেম্বরে নতুন লাল রঙের মডেল নিয়ে হাজির হয়েছে অ্যাপল । আইফোন এক্সআর নতুন লাল রঙে স্বল্পসংখ্যক বাজারে পাওয়া যাবে ।

বাই রেড গিভ লাইফ( buy RED give life) শিরোনামে  অ্যাপল ওয়াচের লাল রঙের স্পোর্ট লুপ, আইফোন এবং আইপ্যাড মডেলগুলির কভার এবং সেইসঙ্গে লাল রঙের হেডফোন এবং স্পীকারসহ বেশ কিছু পন্য নিয়ে বিশ্বব্যাপী এইডস দিবস উদযাপন করছে অ্যাপেল। আফ্রিকার এইচআইভি/এইডস আক্রান্ত রোগীদের পাশে থাকতে অ্যাপল এই লাল আইফোন মডেল লঞ্চ করতে চলেছে।

পাশাপাশি ঐ লড়াকু মানুষ গুলোর জন্য একটি সংগঠন তৈরি করছে অ্যাপেল। অ্যাপল হল বিশ্বব্যাপী বৃহৎ কর্পোরেট ডোনার। সংস্থার তরফ থেকে একটি প্রেস বিবৃতিতে বলেছে যে লাল মডেলটি বিক্রিতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার লাভ হবে। বিশ্বব্যাপী এইডস দিবসকে পালন করার জন্য ৩০ নভেম্বর সারা বিশ্ব জুড়ে ১২৫ টি স্টোরে লোগো লাল প্রদর্শিত হবে। বিশ্বব্যাপী এইচআইভি/এইডস আক্রান্ত রোগীদের জন্য ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অ্যাপেল প্রোডাক্ট কেনাকাটি পিছু ১ মার্কিন ডলার করে দান করতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর