টুইটার কেনার বিষয়ে সফল হবেন কিনা জানেন না ইলন মাস্ক

, টেক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 02:00:08

টুইটার কেনার প্রস্তাবে সফল হবে কি না, সে বিষয়ে নিজেও জানেন না বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও টেসলার প্রধান ইলন মাস্ক। ইলন মাস্ক বলেছেন, তার টুইটার কিনে নেওয়ার উদ্যোগের সাফল্যের ব্যাপারে তিনি 'নিশ্চিত নন'।

সম্প্রতি ইলন মাস্ক ৪১ দশমিক ৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন। শেয়ার প্রতি ৫৪ দশমিক ২০ ডলার দাম হেঁকেছেন মাস্ক।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, তিনি এই তথ্য জানানোর কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে ওপরের মন্তব্যটি করেন।

গতকাল টুইটারের নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জানান, তারা ইলনের প্রস্তাবটি খতিয়ে দেখছেন।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত টেড২০২২ সম্মেলনে মাস্ক বলেন, আমি নিশ্চিত না যে, প্রকৃতপক্ষে আমি এটিকে (টুইটার) কিনতে পারব। টুইটার কেনার প্রস্তাব গৃহীত না হলে তার একটি প্ল্যান 'বি' বা বিকল্প পরিকল্পনা আছে। তবে তিনি এই বিকল্প সম্পর্কে আর কোনো তথ্য দেননি। টুইটারের আরও উন্মুক্ত ও স্বচ্ছ থাকা উচিৎ।

তিনি বলেন, 'আমার মতে, বাকস্বাধীনতা নিশ্চিত করার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক মাধ্যমে পরিণত হওয়া টুইটারের জন্য খুবই জরুরি বিষয়।'

ইলন আরও জানান, টুইটারের পরিচালনা পর্ষদ যদি তার প্রস্তাব গ্রহণ না করে, তাহলে অবশ্যই শেয়ার মালিকদের এ সিদ্ধান্তে ভোটাভুটি করতে দেওয়া উচিৎ।

ইলন মাস্ক টুইটারের ৯ শতাংশেরও বেশি শেয়ারের মালিক, কিন্তু তিনি এখন আর সবচেয়ে বড় শেয়ারহোল্ডার নন।

এ সম্পর্কিত আরও খবর