মাইক্রোসফটের এক ঘোষণায় সনির রেকর্ড দরপতন

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 20:42:44

নতুন বছরের শুরুতেই বিশাল ক্ষতির মুখ দেখলো জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। বুধবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের এক ঘোষণায় সনির শেয়ারের দাম কমেছে ১৩ শতাংশ।

সনির প্লেস্টেশন প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের গেম কোম্পানি অ্যাকশন ব্লিজার্ড কেনার জন্য ছয় হাজার ৮৭০ কোটি ডলারের চুক্তি ঘোষণা করে। এর পরপরই সনির শেয়ারের দাম টোকিও ট্রেডে হু হু করে কমতে শুরু করেছে। ২০০৮ সালে অক্টোবরের পর এটাই তাদের সবচেয়ে বড় পতন বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়।

জানা গেছে, অ্যাক্টিভিশন ব্লিজার্ডের ওয়ারক্রাফ্ট, ওভারওয়াচ, কল অব ডিউটির মতো জনপ্রিয় গেম থাকায় সনির প্লেস্টেশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স গেমিং। যার কারণেই সনির বাজার মূল্য একদিনে দুই হাজার কোটি ডলার কমেছে।

সনির ৩০ শতাংশ আয় আসে গেমস ও নেটওয়ার্ক পরিষেবা থেকে। বুধবার মাইক্রোসফট জানায়, আড়াই কোটির বেশি গেম পাস গ্রাহক রয়েছে তাদের। নতুন চুক্তির ফলে ব্লিজার্ডের জনপ্রিয় গেমগুলো তাদের গ্রাহকদের জন্য উন্মুক্ত করতে পারবে। বর্তমানে গেমের বাজারে সনির একচেটিয়া দখল রয়েছে। তবে এবার কোম্পানিটির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে মাইক্রোসফট।

এ সম্পর্কিত আরও খবর