আইওটির জ্ঞান দিচ্ছে বিডিওএসএন

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 22:11:41

শিক্ষার্থীদের ইন্টারনেট অব থিংকস বা আইওটি সম্পর্কে জানাতে ও হাতে কলমে শেখাতে কর্মশালা করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বা বিডিওএসএন।

বুধবার (৩ অক্টোবর) দিনাজপুর ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে অনুষ্ঠিত হয় ওই কর্মশালা ।দিনব্যাপী অনুষ্ঠেয় কর্মশালায় ৩০ শিক্ষার্থী অংশ নিয়েছে। সেখানে শিক্ষার্থীদের আরডুইনো, রাস্পবেরি পাই ও ইন্টারনেট অব থিংস নিয়ে বেসিক ধারণা দেয়া হয়। একই সঙ্গে এ সংক্রান্ত ১০টি প্রোজেক্ট হাতে কলমে করে দেখানো হয়।পরে কর্মশালাটি থেকে পাঁচজনকে নির্বাচিত করা হয় যারা ঢাকায় অনুষ্ঠেয় ৩ দিনের একটি কেন্দ্রীয় অ্যাডভান্স বুটক্যাম্পে অংশ নেবে।

এছাড়াও বৃহস্পতিবার (৪ অক্টোবর) পৃথক আরেকটি কর্মশালা করে বিডিওএসএন। সেখানে শিক্ষার্থীদের আইওটি সম্পর্কে জানানো ছাড়াও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে দল গঠনের জন্য শিক্ষার্থী খোঁজা হয়।

এ সম্পর্কিত আরও খবর