স্বাধীন চলচ্চিত্র নির্মাণ বিষয়ক মাস্টারক্লাস শুরু শুক্রবার

ডিজিটাল অফার, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 16:42:03

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের উদ্দ্যোগে মাস্টারক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (৩০ এপ্রিল )বিকাল ৩ টায় মাস্টারক্লাসটি অনুষ্ঠিত হবে।

‘স্বাধীন চলচ্চিত্র নির্মাণ শিল্প: সংকট নিরুপন শীর্ষক‘ মাস্টারক্লাস পরিচালনা করবেন লেখক-পরিচালক এবং চিত্রগ্রাহক কামার আহমেদ সাইমন।

এই মাস্টারক্লাস সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকছে। স্বাধীন নির্মাতা এবং চলচ্চিত্র উৎসাহীরা অনলাইন নিবন্ধনের মাধ্যমে যোগদান করতে পারবেন। এই ক্লাসটি অনুষ্ঠিত হবে গুগল মিট প্ল্যাটফর্মে।

নিচের -রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে মাস্টারক্লাসে যোগদান করা যাবে।  https://forms.gle/beDUf9wRCDBHyKLu7

উল্লেখ্য,  ৮ম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব এর জন্য চলচ্চিত্র জমা নেয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ এর মধ্য জমা দিতে পারবে। নির্বাচিত চলচ্চিত্র গুলো উৎসবের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে প্রদর্শন করা হবে।

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব  নবীন চলচ্চিত্র নির্মাতা এবং উদীয়মান তরুণদের সৃজনশীলতা প্রকাশের জন্য একটি প্রতিশ্রুতিবদ্ধ প্ল্যাটফর্ম।

আরো তথ্যে উৎসবের ওয়েবসাইট থেকে জানা যাবে: www.dimff.net     

এ সম্পর্কিত আরও খবর