মিড রেঞ্জ ফোনের জন্য স্যামসাং এর ওয়্যারলেস চার্জার

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 22:24:29

স্যামসাং সব সময়ই তাদের ব্যবহারকারীদের জন্য নতুন কিছু আনতে চায়। আর শাওমি এবং হুয়াওয়ে যেখানে কম মূল্যের মধ্যে নানা সুবিধা নিয়ে তার গ্রাহকদের মাতিয়ে রাখতে চাইছে, সেই জায়গাটাই এখন ধরতে চাচ্ছে স্যামসাং।

স্যামসাং এর ইতিহাস বলে, তাদের মিড রেঞ্জ বা মধ্যম সারির বাজেটের ফোনগুলোই তাদের সর্বাধিক বিক্রিত ফোন। আর তাই এই মিডরেঞ্জ বাজেটকে কেন্দ্র করে এবার তারবিহীন চার্জিং সুবিধা সম্বলিত স্মার্টফোন আনতে যাচ্ছে স্যামসাং ।

সাউথ কোরিয়ায় একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে গিজচায়না জানায়, স্যামসাং মাত্র ১৭ ডলারে শীঘ্রই বাজারজাত করতে যাচ্ছে এই ওয়্যারলেস চার্জার। যা স্যামসাং এর মিডরেঞ্জ বাজেটের ফোনগুলোর জন্য কিনতে পারবেন এর ব্যবহারকারীরা।

বর্তমানে স্যামসাং এর সর্বনিম্ন ওয়্যারলেস চার্জারটির দাম ৪৭ ডলার। নতুন এই চার্জিং প্যাডটি দিয়ে চার্জ করা যাবে স্যামসাং ‘এ’ এবং ‘জে’ সিরিজের ফোনগুলো।

বাজারে চলমান মিডরেঞ্জের যে সব অপ্পো, শাওমি এবং হুয়াওয়ে ফোন আছে তার কোনোটাই ওয়্যারলেস চার্জিং সুবিধা সম্বলিত না হওয়ায় প্রযুক্তিবিদদের ধারণা- আরো একটি দুর্দান্ত প্রতিযোগিতার সুচনা করতে যাচ্ছে স্যামসাং।

এ সম্পর্কিত আরও খবর